• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

কল্যাণীতে এসআইআরের ওয়ার রুম পরিদর্শনে পরিবহন মন্ত্রী

সোমবার কল্যাণী পুরসভার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ড অফিসে এসআইআরের ওয়ার রুম পরিদর্শন করলেন পরিবহন মন্ত্রী

কল্যাণীতে এসআইআরের কাজে খুশি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সোমবার কল্যাণী পুরসভার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ড অফিসে এসআইআরের ওয়ার রুম পরিদর্শন করলেন পরিবহন মন্ত্রী। এসআইআরের ওয়ার রুমের কাজ খতিয়ে দেখেন তিনি। কল্যাণীতে এসআইআরের কাজ দেখে খুশি তিনি।
পরিবহন মন্ত্রী বলেন, এসআইআরে কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেটা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন কমিশন যদি এসআইআরের মাধ্যমে কোনও বৈধ ভোটারের নাম বাদ দেয় তাহলে আমাদের লড়াই দিল্লি পর্যন্ত যাবে। পরিবহণ মন্ত্রী আরও বলেন, ৪০ জনের মত মানুষ আতঙ্কে মারা গিয়েছেন, এর দায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে নিতে হবে।
কল্যাণীর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশীল তালুকদার বলেন, কল্যাণীতে এসআইআরের কাজ দেখে খুশি পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার জেলা সভাপতি দেবাশিষস গাঙ্গুলি, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, কল্যাণী পুরসভার চেয়ারম্যান নীলিমেশ রায় চৌধুরী, কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশীল তালুকদার সহ অন্যান্য নেতৃত্বরা।

Advertisement

Advertisement