• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

পুরুলিয়ায় মনােনয়ন দাখিল করলেন মােট ৭৮ জন

শেষ হল প্রথম পর্যায়ের ভােটের মনােনয়ন প্রক্রিয়া। পুরুলিয়া জেলার মােট ৯ টি আসনেই আগামী ২৭ মার্চ হতে চলেছে ভােট গ্রহণ।

নির্বাচন কমিশনের দফতর (Photo: IANS)

শেষ হল প্রথম পর্যায়ের ভােটের মনােনয়ন প্রক্রিয়া। পুরুলিয়া জেলার মােট ৯ টি আসনেই আগামী ২৭ মার্চ হতে চলেছে ভােট গ্রহণ। আজ বিকেলে এখানকার সব আসনগুলিতেই মনােনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায়। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে পুরুলিয়া জেলার মােট নটি বিধানসভায় মনােনয়ন দাখিল করেছেন ৭৮ জন। বিধানসভা হিসেবে মনােনয়নের সংখ্যা হল বান্দোয়ানে ৬, বলরামপুরে ১১, বাঘমুণ্ডী ১১, জয়পুর ১৩, পুরুলিয়া ১১, মানবাজার ৬, কাশিপুর ৬, পাড়া ৭ এবং রঘুনাথপুর ৭। 

Advertisement

এদিন পুরুলিয়া বিধানসভা আসনে মনােনয়ন দাখিল করেন তৃণমূল প্রার্থী তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। ওই একই আসনে বিজেপির হয়ে মনােনয়ন দেন বিদায়ী বিধায়ক সুদীপ মুখােপাধ্যায়। মনােনয়ন দাখিল সম্পূর্ণ হয়ে যায় সব প্রধান রাজনৈতিক দলগুলির।

Advertisement

Advertisement