তৃণমূলের সমাজমাধ্যম বিভাগের কর্মীদের নিয়ে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একটি সভাগৃহে তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে মিলিত হবেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে সমাজমাধ্যমে দল কীভাবে প্রচার করবে, পাশাপাশি, দলের বিরুদ্ধে প্রচারে বিরোধীদের জবাব দেওয়ার কৌশল প্রসঙ্গে মত বিনিময় করবেন ডায়মন্ড হারবারের সাংসদ।