আজ ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক

তিনদিনের মাথায় ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক হচ্ছে নবান্নে। এত কম সময়ের ব্যবধানে পরপর দু’টি রাজ্য মন্ত্রিসভার বৈঠক সচরাচর হয় না।

সে কারণে আজ বৃহস্পতিবারের এই বৈঠককে ঘিরে কৌতূহল রয়েছে। রাজ্য মন্ত্রিসভায় কোনও রদবদল হয় কিনা, তা নিয়েও যথেষ্ট জল্পনা রয়েছে।

বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে, যাঁরা মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে জায়গা পেতে পারেন। সেক্ষেত্রে জল্পনা রয়েছে বাবুল সুপ্রিয়র নাম নিয়েও।


সেই সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা থেকে নতুন কোনও মুখ রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

অন্যদিকে রাজ্য মন্ত্রিসভায় নতুন কেউ প্রবেশ করলে কে কে বাদ পড়বেন, তা নিয়েও গুঞ্জন রয়েছে।

তবে নতুন কোনও মুখের প্রবেশ, নাকি মন্ত্রীদের দফতরের রদবদল ঘটাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই দেখার।

অন্য একটি সূত্র বলছে, শিক্ষা দফতর সংক্রান্ত কোনও বিষয় নিয়ে রাজ্য মন্ত্রিসভায় আলোচনা হতে পারে।

যে মন্ত্রীদের কাঁধে একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব ভাগ হয় কিনা, তা নিয়েও জল্পনা ক্রমশ বাড়ছে।

তবে পুরো বিষয়টি নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। সে কারণে আগাম কোনও কিছুই বলা সম্ভব নয় বলে মনে করছে প্রশাসনিক মহলের একাংশ।