• facebook
  • twitter
Sunday, 15 September, 2024

বিজেপির পাল্টা কলকাতার রাস্তায় তৃণমূলের মিছিল

সােমবার মিছিল করেছিল বিজেপি। মঙ্গলবার হাজরা মােড় পর্যন্ত পাল্টা মিছিল করে তৃণমূল। মিছিলে নেতৃত্বে ছিলেন মন্ত্রী শােভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস এবং সাংসদ মালা রায়।

কলকাতার রাস্তায় তৃণমূলের মিছিল। (Photo: Twitter | @SobhandebChatt1)

সােমবার মিছিল করেছিল বিজেপি। মঙ্গলবার হাজরা মােড় পর্যন্ত পাল্টা মিছিল করে তৃণমূল। মিছিলে নেতৃত্বে ছিলেন মন্ত্রী শােভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস এবং সাংসদ মালা রায়। 

এই মিছিলকে বিজেপির পাল্টা বলতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাঁদের মতে, বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষের এই মিছিল।

অরূপ বিশ্বাস বলেন, ‘আমাদের দীর্ঘ পদযাত্রা প্রমাণ করেছে, তৃণমূল সুশৃঙ্খল পার্টি। আর গতকাল বিজেপির মিছিল হয়েছিল, তাতে ওদের কর্মীরা লাঠি নিয়ে অসহায় বৃদ্ধ, মহিলাদের উপর অত্যাচার চালিয়েছে। মন্দির, মসজিদ ভেঙে দিয়েছে। আমাদের ২ জন কর্মী আহত। আসলে বিজেপি উন্নয়ন নিয়ে মানুষের কাছে পৌঁছতে পারছে না, তাই দাঙ্গা-হাঙ্গামা করে বাংলাকে অশান্ত করতে চাইছে।

শােভনদেব চট্টোপাধ্যায় হাজরার পথসভা থেকে নাম না করে রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করে বলেন, ‘রাজভবনে বিজেপির একজন মুখপাত্র আছে, তিনি চান যত গণ্ডগােল হবে, তিনি তত দিল্লিতে গিয়ে অভিযােগ করে আসবেন। সে জন্য গােটা বাংলাজুড়ে গণ্ডগােল, সন্ত্রাস করার চেষ্টা করছে বিজেপি।