বিজেপির গুন্ডামির ভিডিও ক্লিপিংস নির্বাচন কমিশনকে দিচ্ছে তৃণমূল

কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহ’র রােড শােয়ে বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে দাবি করছে তৃণমূল সরকার। অশান্তির ভিডিও ক্লিপিং নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে বলে আজ সাংবাদিকদের কাছে জানালেন তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন।

Written by SNS New Delhi | May 16, 2019 2:23 pm

কলকাতায় অমিত শাহ'র রোড শো (Photo: IANS)

কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহ’র রােড শােয়ে বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে দাবি করছে তৃণমূল সরকার। অশান্তির ভিডিও ক্লিপিং নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে বলে আজ সাংবাদিকদের কাছে জানালেন তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন।

কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গােটা দেশে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইটে ঘটনার নিন্দা করেছেন। নির্বাচন কমিশনে ঘটনায় জন্য নালিশ জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস। বুধবার শাহর রোড শাে চলাকালীন মূর্তি ভাঙার ভিডিও ফুটেজ আজ প্রকাশ্যে এনেছে তৃণমূল। নির্বাচন কমিশনে দলের তরফ থেকে প্রমাণ হিসাবে জমা দেওয়া হবে বলে জানান হয়েছে।

এদিকে বিজেপি সভাপতি অমিত শাহ অভিযােগ করেছেন, রাজ্যে সন্ত্রাসে মদত দিচ্ছে শাসকদল। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে নীরব দর্শক বলে আক্রমণ করেছেন শাহ। আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন তৃণমুল নেতা ডেরেক ও’ব্রায়েন। তিনি সাংবাদিকদের সামনে জানিয়েছেন, তাঁদের হাতে থাকা ভিডিও এটাই প্রমাণ করে যে অমিত শাহ মিথ্যাবাদী। ভিডিওটি নির্বাচন কমিশনের কাছে দেওয়া হবে বলেও জানান তিনি।

তৃণমূল নেতা আরও জানিয়েছেন, কলকাতার রাস্তা ক্ষোভ এবং হতাশায় ভুগছে, গতকাল যা হয়েছে তা বাংলার সংস্কৃতিকে আঘাত করেছে। দলের তরফ থেকে একটি ভিডিও এবং হােয়াটসঅ্যাপ মেসেজ দেখান হয়। সেখানে অমিত শাহ’র সভায় পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রড ও অস্ত্র আনতে বলা হয়েছে।

ডেরেক আজ বিজেপিকে আক্রমণ করে আরও বলেন, ‘বিদ্যাসাগর শেষ, যোশ কোথায়’-এই স্লোগানের অডিওর সত্যতা যাচাই করে দেখার চেষ্টা হচ্ছে। বিজেপির হয়ে চুপিসারে প্রচার চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, ছাত্ররা গণতান্ত্রিক পদ্ধতিতে কালাে পতাকা নিয়ে প্রতিবাদ দেখাচ্ছিলেন। বাইরে থেকে বাংলায় এসে হিংসা ছড়ানাের চেষ্টা করেছেন শাহ। ভিডিও দেখেই বােঝা যাচ্ছে অমিত শাহ মিথ্যাবাদী।