পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে নালিশ জানাতে আজ সােমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হচ্ছে তৃণমূল । সেই সঙ্গে সিবিআইয়ের অতিরিক্ত সলিলিটার জেনারেল তুষার মেহেতার বিরুদ্ধেও রাষ্ট্রপতির কাছে নালিশ জানানাে হবে তৃণমূলের পক্ষ থেকে।
পশ্চিমবঙ্গে একটি গণতান্ত্রিক সরকারকে বিভিন্নভাবে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন রাজ্যপাল। তাঁর আচরন সংবিধান বহির্ভূত বলে মনে করছে তৃণমূল।
Advertisement
এরকম একাধিক ইস্যুকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজ্যপালের অপসারণ চেয়ে আজ তৃণমূলের দুই সাংসদ সুখেন্দু শেখর রায় ও মহুয়া মৈত্র রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন।
Advertisement
একদিকে নারদ মামলায় পশ্চিমবঙ্গের নেতা মন্ত্রীদের গ্রেফতার হতে হচ্ছে আর অন্যদিকে বিজেপি নেতা যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরােধী দলনেতা শুভেন্দু অধিকারী নারদ মামলায় অভিযুক্ত হয়েও যেভাবে সিবিআইয়ের সলিসিটার জেনারেলের বাড়ি গিয়ে বৈঠক করছেন সেই অভিযােগকে সামনে রেখে রাষ্ট্রপতির কাছে নালিশ জানাবে তৃণমূল। তুষার মেহতাকে সলিসিটার জেনারেলের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানাবে তৃণমূল।
Advertisement



