• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

বন্যা দুর্গতদের হাতে খাদ্য ও ত্রিপল তুলে দিলেন শ্রীকান্ত

সেই সঙ্গে রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দেন।

পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা কবলিত ঘাটাল মহকুমার ঘাটাল, ক্ষীরপাই খড়ার এলাকায় গিয়ে দুর্গত মানুষদের হাতে খাদ্য সামগ্রী ও ত্রিপল তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। সেই সঙ্গে ঘাটাল ব্লকের ছ নম্বর মোহনপুর অঞ্চলের বিভিন্ন ত্রাণ শিবিরে গিয়ে বন্যা দুর্গতদের হাতে খাদ্য সামগ্রী হিসেবে চাল, মুড়ি, চিড়া ও ত্রিপল তুলে দেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। তিনি নিজের ব্যক্তিগত উদ্যোগে ঘাটাল, ক্ষীরপাই ও খড়ার এলাকায় এবং ঘাটাল ব্লকের ছ নম্বর মোহনপুর অঞ্চলের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। সেই সঙ্গে রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো ঘাটাল ব্লকের ছ নম্বর মোহনপুর অঞ্চলের বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি ওই এলাকার বাসিন্দাদের বলেন বন্যার জল কমে গেলে যাঁদের বাড়ি ভেঙে পড়েছে, তাঁদের বাড়িগুলি মেরামত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সঙ্গে যেসব এলাকার রাস্তাঘাট ভেঙে গিয়েছে বন্যার জল কমে যাওয়ার পর সেই এলাকার রাস্তাঘাট মেরামত করে দেওয়ার উদ্যোগও নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি নিজে জীবনের ঝুঁকি নিয়ে জলে নেমে ওই এলাকার দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ত্রাণ শিবিরগুলিতে গিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী ও ত্রিপল তুলে দেওয়ায় কিছুটা স্বস্তিতে বিভিন্ন ত্রাণ শিবিরে থাকা ঘাটাল মহকুমার বন্যা কবলিত এলাকার দুর্গত মানুষেরা।