পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব তৃণমূল

পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার খড়গপুর আইআইটি বাইপাসে পেট্রোল পাম্পে প্রতিবাদ সভার আয়ােজন করে ৩৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি।

Written by SNS Kharagpur | July 12, 2021 6:04 pm

পেট্রোল পাম্প (Photo: Kuntal Chakrabarty/IANS)

পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার খড়গপুর আইআইটি বাইপাসে পেট্রোল পাম্পে প্রতিবাদ সভার আয়ােজন করে ৩৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। 

তৃণমূলের সম্পাদক অপূর্ব ঘােষ বলেন, পেট্রোপণ্যের দাম বেড়েই চলেছে। মানুষ সংসার চালাতে হিমসিম খাচ্ছে। সব মানুষকে একজোট করে প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা দেশে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়বে। 

সভায় উপস্থিত দেবাশিস চৌধুরীও কেন্দ্রীয় সরকারের নীতির তীব্র সমালােচনা করেন। প্রতিবাদ মঞ্চে ছিলেন পুরসভার অন্যতম প্রশাসক তুষার চৌধুরী, অরূপ কুণ্ডু, রিংকি দাস ঘােষ, বি হরিশকুমার, রূপেশ বসু প্রমুখ।