দুর্গাপুজোয় এবার কমিটিগুলির অনুদান ১ লক্ষ ১০ হাজার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার দুর্গাপুজো কমিটিগুলির বৈঠকে রাজ্যবাসীকে তাক লাগিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একধাক্কায় এবার পুজো কমিটিগুলির অনুদানের পরিমাণ ২৫ হাজার টাকা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করলেন তিনি। ফলে গতবার যে অনুদানের পরিমাণ বেড়ে হয়েছিল ৮৫ হাজার টাকা, এবার তা আরও পঁচিশ হাজার বাড়তেই মোট অনুদানের পরিমাণ গিয়ে দাঁড়াল ১ লক্ষ ১০ হাজার টাকায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রাজ্যের পুজো কমিটিগুলি যথেষ্ট আনন্দিত।

আচমকা এতটা পরিমাণ অনুদান বৃদ্ধিতে সকলে যেমন চমকে গিয়েছেন, তেমনই অনুমান করতে পারেননি, তিনি একবারে এতটা পরিমাণ অনুদান বাড়িয়ে দেবেন। অনেকেই ভেবেছিলেন, গত বছর যে অনুদান ছিল পঁচাশি হাজার টাকা, এবার সেটা বেড়ে বড়জোর এক লক্ষ টাকায় পৌঁছতে পারে।