বাংলায় এবার ‘এত শান্তিপূর্ণ ভােট’ দেখলেন মহাগুরু

মিঠুন চক্রবর্তী (File Photo: IANS)

একুশে বিধানসভা নির্বাচনে ভােট ঘােষণার পর থেকেই বাংলায় অস্থায়ী ঠিকানা। করে ফেলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সম্প্রতি কলকাতার বেলগাছিয়া এলাকায় বােনের বাড়ির ঠিকানায় ভােটার হয়েছেন তিনি।

বৃহস্পতিবার ছিল একুশে বিধানসভা নির্বাচনে শেষদফার ভােটগ্রহণ পর্বে বেলগাছিয়া কাশিপুর কেন্দ্রের ভােট। তাই ‘ভােটার’ মিঠুন চক্রবর্তী এদিন সকাল ৭ টা ৫০ মিনিটে ভােট দিতে গিয়েছিলেন। ভােটাধিকার প্রয়ােগ করে বুথের বাইরে সাংবাদিকদের সামনে মহাগুরু মিঠুন চক্রবর্তী বলেন এমন শান্তিপূর্ণ ভােট আগে দেখেনি।

ভােটারদের সকাল সকাল ভােট দেওয়ার আহ্বান জানানাের পাশাপাশি বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসাটা শুধু সময়ের অপেক্ষা বলে জানান তিনি। একদা নকশালপন্থী মিঠুন চক্রবর্তী সিপিএম, পরে তৃণমূলে যােগদান করেন।


একুশে বিধানসভার নির্বাচনের আগে নাগপুরে। আরএসএসের সদর অফিসে গিয়ে বিজেপির বাংলা মুখ। হওয়ার সম্ভাব্লা বাড়ান মিঠুন। তবে কোন কেন্দ্রে বিধানসভার প্রার্থী হননি তিনি।

তবে গােটা বাংলা জুড়ে বিজেপির পক্ষে জনসভা-রােড শাে চালিয়েছেন তিনি। এখন দেখার আগামী ২ মে রাজ্যে পালাবদল ঘটলে বিজেপির ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ হন কিনা মিঠুন চক্রবর্তী?