চোরেরা বাঁচার জন্য ডাকাতদের দলে আশ্রয় নিচ্ছে: সুশান্ত ঘােষ

রবিবার বিরাটিতে বাম ছাত্র ও যুবর নবান্ন চলাে অভিযানের সমর্থনে এক সমাবেশ থেকে এমন ভাবেই তৃণমূল বিজেপিকে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুশান্ত ঘােষ।

Written by SNS Barrackpore | January 25, 2021 7:21 pm

কৃষি বিলের প্রতিবাদ মিছিল (Photo: Twitter | @CPIM_WESTBENGAL)

দশ বছর ধরে বাংলার চোরে দল এখন বাঁচার জন্য ডাকাত দলে আশ্রয় নিচ্ছে রবিবার বিরাটিতে বাম ছাত্র ও যুবর নবান্ন চলাে অভিযানের সমর্থনে এক সমাবেশ থেকে এমন ভাবেই তৃণমূল বিজেপিকে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুশান্ত ঘােষ।

তিনি আরও বলেন, সব কিছুর কড়া কড়ায় হিসেব নেওয়া হবে। কেউ ফাকি দিয়ে পালাতে পারবে না। এ দিন সমাবেশের আগে বিরাটির কলেজ মােড় থেকে মহাজাতি পর্যন্ত এক মিছিল হয়। সেই মিছিলে অংশ নেন সুশান্ত ঘােষ, বিধায়ক তন্ময় ভট্টাচার্য সহ বাম ছাত্র যুব।

এ দিন প্রায় কয়েক হাজার ছাত্র যুব মিছিলে অংশ নেয়। এ দিন নিজের কারাবাসের দিনগুলির কথা তুলে ধরেন সুশান্ত ঘােষ। তিনি অভিযােগ করেন তাকে পাগল নয়তাে হৃদরােগে আক্রান্ত করে । মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু তিনি বেঁচে ফিরেছেন।

এ দিন ভিক্টোরিয়া জয় শ্রী রাম প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরােধীশূন্য করার প্রচেষ্টার ফল এটা।