বাবুলের ভােল বদলে বিস্ময়ের কিছু নেই : অধীর

অধীর রঞ্জন চৌধুরী 2018. (Photo: IANS)

বাবুল সুপ্রিয়ের তৃণমূলে যােগদান নিয়ে বিস্ময়ের কিছু নেই বলে ব্যাখ্যা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। তিনি বলেন, অনেকে বলছেন বাবুল। সুপ্রিয়র দলবদল তাদেরকে বিস্মিত করেছে। কিন্তু এতে বিস্ময়ের কী আছে।

বাবুল সুপ্রিয়কে মােদি-শাহ কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরানাের পর উনি ‘আলবিদা’ বলেছিলেন। মানে যতক্ষণ পাচ্ছি , ততক্ষণ আছি। না পেলে নেই। এ প্রসঙ্গে অধীর বলেন, একসময় রামদেবকে ধরে বিজেপির টিকিট পেয়েছিলেন। তারপর নরেন্দ্র মােদি বলেছিলেন ‘মুছে বাবুল চাহিয়ে’।

এরপর বাবুল মন্ত্রী হন। বাবুল বলছেন তিনি এক্সাইটেড। এসব বাজে কথা। মন্ত্রিত্ব হারানাের পর বাবুল দেখছেন তার কাছে আর অপশন নেই। তাই আলবিদা বলেছিলেন। এখন দেখলেন অপশন এসে গেছে। তৃণমূলের দরজা খুলে গেছে। তাই তিনি সন্ন্যাস নন, সংসারে ফিরলেন।