এবার সাইবার ক্রাইমের শিকার রাজ্যের নিরাপত্তা অধিকর্তা! অভিযােগ দায়ের

প্রতিকি ছবি (File Photo: iStock)

ভুয়াে আইপিএস, আইএএস, সিবিআই, আইনজীবী আবহের মধ্যে এবার সাইবার ক্রাইমের শিকার হলেন খােদ রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়। তিনি একাধারে ফেসবুক একাউন্টে প্রােফাইল ছবি বদলে জনসচেতনতার বার্তা দিয়েছেন। আবার তিনি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে বিষয়টি লিখিত অভিযােগ এনেছেন।

জানা গেছে, রাজ্য নিরাপত্তা অধিকর্তার ফেসবুক একাউন্ট ক্লোন করা হয়েছে। পরিচিতদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। গত সােমবার রাতে এই বিষয়টি তিনি তাঁর ফেসবুক একাউন্টে জানিয়েছেন। তিনি পােস্ট করেছে।

আমার ফেসবুক একাউন্ট ক্লোন করা হয়েছে একটা ভুয়াে ম্যাসেঞ্জার বক্স বানানাে হয়েছে। সেই ম্যাসেঞ্জারের মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে পরিচিতদের কাছ থেকে।


পাশাপাশি এই পুলিশকর্তা ওই ভুয়াে একাউন্টে কথােপকথনের এক শেয়ার চ্যাট পােস্ট করেছেন তিনি। ১৫ হাজার টাকা চাওয়া হয়েছে। ৮২৬০৮৫০৭১২ নাম্বারে টাকা পাঠাতে বলা হয়েছে। তবে পুলিশকর্তা জানিয়েছেন – ‘সম্ভবত এই সাইবার ক্রাইমটি গাজিয়াবাদ, পাটনা থেকে অপারেট করা হচ্ছে’।