“কেন্দ্রের টাকা নেওয়ার জন্য মাওবাদীর গল্প”: দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ (File Photo: IANS)

রাজ্যর বেশ কয়েকটি জেলায় ফের মাথাচারা দিচ্ছে মাওবাদীরা। সম্প্রতি ঝালদা পৌরসভায় মাওবাদী পোস্টার চোখে পড়ায় আরও তৎপর হয়ে উঠেছে রাজ্য প্রশাসন। তবে ফের মাওবাদী উত্থান নিয়ে রাজ্যের দাবিকে কার্যত উড়িয়ে দিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

বরং কেন্দ্রের কাছ থেকে বরাদ্দ অর্থ পেতেই এই ‘গল্প’ সাজানো হচ্ছে বলে দাবি করে দিলীপ ঘোষ বলেন,” কেন্দ্রের কাছ থেকে উপদ্রুত অঞ্চলের জন্য বরাদ্দ টাকা নেওয়ার জন্য মাওবাদী মাওবাদী বলে এই ধরনের গল্প সাজাচ্ছে রাজ্য সরকার। সেই টাক যদি যায়, টাকাটা খরচ হয় না সব যায় পার্টি ফান্ডে।”

এখানেই শেষ নয়, তার আরও বক্তব্য, ” উনি তো বলেছেন মাওবাদি বলে কিছু নেই, আসলে কিছু একটা ইস্যু করে মানুষের দৃষ্টি ঘোরাতে এই সব ব লা হচ্ছে।”