ট্যাক্স দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য পরিবহণ দফতর

প্রতীকী ছবি (Photo: iStock)

বেসরকারি গাড়ির বকেয়া ট্যাক্স দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য পরিবহন দফতর। ২৮ এপ্রিল বা তার পরবর্তী সময়ে ট্যাক্স প্রদানের সময়সীমা থাকলেও রাজ্যে। সে সময় বিধিনিষেধ আরােপ ছিল ফলে অনেকেই কর দিতে পারেননি।

সেক্ষেত্রে ৩১ জুলাই ট্যাক্স দেওয়ার সময়সীমা বাড়ানাে হল। এক্ষেত্রে কোনও জরিমানা দিতে হবে না। বৃহস্পতিবার রাজ্য পরিবহন দফতর বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে। কারণ করােনার কারণে মােটর ভেহিকেলস অফিসগুলি বন্ধ ছিল।

ফলে বাণিজ্যিক গাড়িগুলির বেশ কিছু কর বকেয়া রয়েছে। এপ্রিল মাসের ২৮ তারিখের পরে যে সমস্ত বাণিজ্যিক গাড়ি কর জমা করেনি তাদের জরিমানা দিতে হতে পারে। তবে ২৮ এপ্রিলের পর জমা না দেওয়ায় যাদের কর বাকি রয়েছে তাদের চিন্তা নেই।