শিক্ষার মান উন্নয়ন হয়েছে বাংলায়: মানস

নিজস্ব চিত্র

শিক্ষার মান উন্নয়ন করেছে বাংলা। শিক্ষাকে এগিয়ে নিয়ে চলছে বাংলা। এর জন্য ধন্যবাদ জানাতেই হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতিভবনে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ আয়োজিত অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন রাজ্যের সেচমন্ত্রী ডাক্তার মানস ভুইঁয়া। বাম আমলের শিক্ষার হাল নিয়ে নিয়েও এদিন প্রশ্ন তোলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরে রাজ্যের প্রায় প্রতিটি ব্লকে কলেজ, প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় গড়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষার বিষয়ে আপস করেননি মুখ্যমন্ত্রী। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেশ দে জানান, এবছর অবসর নেওয়া ২২০ জন শিক্ষক-শিক্ষিকাকে এদিন সংবর্ধনা জানানো হয়।