দুদিন আগেই ভোজ্য তেলের দাম কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। নতুন বছরের প্রথম দিনেই গ্যাসের সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্তের কথা জানালো দিল্লি।
তবে দাম কমছে শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারে। হোটেল, রেস্তরাঁ মালিকদের সুবিধা হলেও গৃহস্থদের কোনও সুরাহাই হচ্ছে না। ১০০ টাকা করে কমছে ১৯ কেজি ওজনের কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম।
Advertisement
এর ফলে দিল্লিতে এই সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ২০০১ টাকা। কলকাতায় ২০৭৭ টাকা আর মুম্বইয়ে কমল অনেকটা টাকা। ডিসেম্বরেই কমার্শিয়াল সিলিন্ডারের দাম একলাফে একশো টাকা বেড়েছিল।
Advertisement
আবার তা কমেও গেল বছর পয়লার দিন। ডোমেস্টিক এলপিটি সিলিন্ডারের দাম যেমন কমছে না, তেমনই আপাতত তা বাড়ারও কোনও খবর নেই। ডোমেস্টিক সিলিন্ডারের দাম শেষবার বেড়েছে অক্টোবরে।
Advertisement



