রাজ্যে মােট করােনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ পেরােল, একদিনে মৃত ১৩৪

গত ২৪ ঘণ্টায় করােনার থাবা বসিয়েছে রাজ্যের প্রায় সাড়ে ১৯ হাজার মানুষের শরীরে। আর এই নিয়ে রাজ্যে মােট আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের গণ্ডি পেরোল।

Written by SNS Kolkata | May 11, 2021 12:27 pm

প্রতিকি ছবি (Photo: SNS)

গত ২৪ ঘণ্টায় করােনার থাবা বসিয়েছে রাজ্যের প্রায় সাড়ে ১৯ হাজার মানুষের শরীরে। আর এই নিয়ে রাজ্যে মােট আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের গণ্ডি পেরোল। করােনার বলি হয়েছেন ১৩৪ জন। মৃত্যুর সংখ্যা কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না।

ফলে আতঙ্ক এবং উদ্বেগ দুই-ই বাড়ছে। কী করলে রেহাই মিলবে, জানে না কেউই। তবে এসবের মাঝেও আশার আলাে দেখাচ্ছে সুস্থতার হার। একদিনে করােনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৬৭৫ জন।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের ১৯ হাজার ৪৪৫ জন সংক্রমিত হয়েছেন। তার মধ্যে প্রথম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে দৈনিক সংক্রমণের সংখ্যা ৩৯৭১ জন। দ্বিতীয় স্থানে কলকাতা। এখানে ৩৯৪৮ জন সংক্রমিত হয়েছেন।

তৃতীয় স্থানে রয়েছে হাওড়া। এখানে আক্রান্ত হয়েছেন ১১৪৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৩৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে উত্তর ২৪ পরগনার ৪২ জন রয়েছেন। ২৯ জন কলকাতার বাসিন্দা প্রাণ হারিয়েছেন।