প্রত্যাশা মতােই মন্ত্রী হলেন পুরুলিয়ার আদিবাসী নেত্রী সন্ধ্যারানী টুডু। পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রকের স্বাধীন দায়িত্ব তাকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নিয়ে পর পর তিনবার পুরুলিয়া মানবাজার বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন সন্ধ্যা রানী টুডু।
গতবারই তিনি অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এবার ক্যাবিনেটে না গেলেও স্বাধীন দায়িত্ব মেলায় খুশি পুরুলিয়ার তৃণমূল নেতাকর্মীরা। উল্লেখ্য গতবার এই দফতরেই ক্যাবিনেট মন্ত্রী ছিলেন পুরুলিয়ার বলরামপুর বিধানসভার বিধায়ক শান্তিরাম মাহাতাে।
Advertisement
এবার অবশ্য তিনি নিজের আসনটি ধরে রাখতে পারেননি। খুব সামান্য ভােটের ব্যাবধানে বলরামপুর ছিনিয়ে নেয় বিজেপি। তার পরাজয়ে পুরুলিয়া জেলা একমাত্র ক্যাবিনেট মন্ত্রী হাতঘড়া করে ফেললাে।
Advertisement
এদিন স্বাধীন মন্ত্রী হবার পর সন্ধ্যারানী টুডু বলেন আপাতত তার একমাত্র লক্ষ্য হল কোভিড়ের অভিশাপ থেকে পুরুলিয়াকে মুক্ত করা। উন্নয়ন মূলক কাজ যা পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রক করছে তা জারি রাখবেন তিনি। নেবেন নতুন নতুন প্রকল্প।
তার স্বামী পুরুলিয়ার জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্ত্রীর স্বাধীন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে আস্থা তার স্ত্রীর উপর রেখেছেন তা সর্বত ভাবে বজায় থাকবে বলে তিনি মনে করেন। পুরুলিয়া বাসীর প্রত্যাশাও পূরণ হবে বলে আশা প্রকাশ করেন গুরুপদবাবু।
Advertisement



