বিধায়ক হলেন বাবুল

ভোটে জিতেও হতে পারেননি বিধায়ক। রাজ ভবনের টালবাহানায় আটকে ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান। তবে শেষ পর্যন্ত কাটল জট, বিধায়ক হিসাবে শপথ নিলেন বাবুল সুপ্রিম।

বুধবার দুপুর ১২: ৩০ টা নাগাদ তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়।

এপ্রিল মাসের ১২ তারিখ বালিগঞ্জ বিধানসভার উপ নির্বাচন হয়, ১৬ এপ্রিল প্রকাশিত হয় ফলাফল, সিপিআইএম প্রার্থী সায়েদা হালিমকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হলেও, তবে বিধানসভার বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলে বাবুল সুপ্রিয়’ র শপথ বাক্য পাঠের দিন বারবার বদল করছিলেন।


পরে পরিষদীয় দপ্তর থেকে গোটা বিষয়টি নিয়ে আপত্তির তোলায় শেষ পর্যন্ত ডেপুটি স্পিকার আশীষ বন্দোপাধ্যায় কে দিয়ে বাবুল সুপ্রিয় কে শপথ বাক্য পাঠ করানোর অনুমতি দেন।

তবে এর ফলে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এর অপমান হবে এই কারণে শপথ বাক্য পাঠ করানো থেকে পিছিয়ে আসেন আশীষ বন্দোপাধ্যায় শেষ পর্যন্ত বুধবার বিধায়ক হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়।

এদিন তা শপথ গ্রহণের সময় উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।