শুভেন্দুর মা গায়ত্রী দেবীকে দেখতে হাসপাতালে গেলেন সস্ত্রীক রাজ্যপাল

শুভেন্দু,মা,গায়ত্রী দেবী,হাসপাতাল,সস্ত্রীক,রাজ্যপাল

শুভেন্দু অধিকারী (File Photo: IANS)

শারীরিক অসুস্থতার কারণে বিধানসভার বিরােধী দলনেতা শুভেন্দুর অধিকারীর মা গায়ত্রীদেবী বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। সােমবার সন্ধ্যা ছটা নাগাদ তাকে দেখতে সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকর সেখানে যান।

বাইপাসের ধারে একটি হাসপাতালে গায়ত্রী দেবী ভর্তি রয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনকর টুইটে লেখেন, ‘রাজ্যপাল এবং রাজ্যের প্রথম মহিলা শ্রীমতী সুদেশ ধনকর হাসপাতালে গিয়েছিলেন গায়ত্রী অধিকারীর স্বাস্থ্য ও সুস্থতার খবর নিতে।