খরায় জ্বলছে দিনহাটা সহ গোটা কোচবিহার জেলা

Written by SNS May 24, 2024 12:26 pm

সুভাষ মন্ডল, কোচবিহার, ২৩ মে— খরায় জ্বলছে কোচবিহার৷ হাত পডে়ছে কৃষকের মাথায়৷ পাট শুকিয়ে হয়েছে কাঠ৷ জল সেচের মধ্য দিয়ে বোরো ধান কোনক্রমে ঘরে তোলা শুরু হলেও বিভিন্ন প্রকার সবজি চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন কৃষকরা৷ একটানা অনাবৃষ্টিতে দিনহাটাসহ গোটা কোচবিহার জেলায় চাষাবাদের ক্ষেত্রে সমূহ ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে৷ জলস্তর নেমে যাওয়ায় জল সেচ করে ফসল উৎপাদন করাও কঠিন হয়ে পডে়ছে৷ বৃষ্টির অভাবে মাঠঘাট শুকিয়ে চৌচির৷ দিনহাটা শহরের একাধিক দীঘির জলের অভাবে ফুটিফাটা অবস্থা৷ বাজারে সবুজ শাকসবজির ওপর এর প্রভাব এসে পডে়ছে৷ সাধারণ ক্রেতা বিক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের কেনাকাটায়৷ অন্যদিকে প্রচন্ড গরমে হিমশিম অবস্থা৷ স্বাভাবিক জীবনযাত্রা ভীষণভাবে ব্যহত হয়ে পডে়ছে৷ অত্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হতে পারছে না৷ অশীতিপর এক প্রবীণা জানালেন, আজ থেকে ৬৬ বছর আগে ১৪ বছর বয়সে বিয়ের পর তিনি আসাম থেকে দিনহাটায় এসেছিলেন৷ তার এই দীর্ঘ জীবনে দিনহাটায় এইরূপ আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করেননি৷ তিনিই দেখেছেন একটানা কুডি়দিন বৃষ্টি হতে এই দিনহাটাতে৷ আজ সেই দিনহাটাতেই একি দেখছেন তিনি৷ ঝড় নেই, বৃষ্টি নেই, কোথাও বৃষ্টিরও দেখা নেই এবছর৷ প্রাণ ওষ্ঠাগত অবস্থা এখন৷ গরমে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছে৷ হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমেই বেডে় চলছে৷ এক বেডে একসঙ্গে তিন থেকে চারজন রোগীকেও কখনো কখনো থাকতে হচ্ছে৷