বাণিজ্য মঞ্চে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

শিল্প সম্মেলনে র মঞ্চ থেকেও নাম না করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যেন শিল্পপতিদের বিরক্ত না করা হয় রাজ্যপাল জগদীপ ধনকড়কে এই বিষয়টি নিয়ে কেন্দ্রের কাছে তদ্বির করার আরজিও জানান মুখ্যমন্ত্রী। এই বাণিজ্য সম্মেলনে মোট ৪২টি দেশ অংশ নিয়েছে ।

শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের আহ্বান জানাতে গিয়েই কেন্দ্রীয় সরকারকে খোঁচা দেন মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্রীয় এজেন্সি নিয়ে আশঙ্কাপ্রকাশ করেন। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে।


এই প্রসঙ্গে তিনি বলেন, “শিল্পপতিরা মুখ খুলতে পারেন না। আমরা কেন্দ্রের থেকে সমস্ত সাহায্য চাই। শিল্পপতিদের যেন এজেন্সি দিয়ে বিরক্ত করা না হয়। রাজ্যপালকে কেন্দ্রকে সেকথা জানানোর আবেদন জানাই।”

এরপর হাসি মুখে মঞ্চ ছাড়েন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধানের মন্তব্য শুনে হেসে ফেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।