রাজ্যের সরকারি ও সরকারপোষিত প্রতিটি স্কুলে সকালের প্রার্থনাসভায় গাইতে হবে ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি। এই নির্দেশ দিয়েছে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটি ২০২৩-এ বিধানসভায় প্রস্তাব পাশের মাধ্যমে রাজ্যসঙ্গীতের মর্যাদা লাভ করে।
গান গাওয়ার সময়সীমা এক মিনিটের মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পর্ষদের সচিব সুব্রত ঘোষ জানিয়েছেন, ‘এখন থেকে সকালের প্রার্থনাসভায় রাজ্যসঙ্গীত গাইতেই হবে।’
পর্ষদের এই ঘোষণার আগে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে জাতীয় সঙ্গীত গাওয়া হত। এরপরে স্কুলগুলি তাদের নিজেদের স্থির করা প্রার্থনাসঙ্গীত গাইত। এবার ফের নতুন নির্দেশিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
ভারতের বেশ কয়েকটি রাজ্যেই রাজ্যসঙ্গীত প্রচলিত রয়েছে। এবার পশ্চিমবঙ্গেও তা স্কুল জীবনের অঙ্গ হয়ে উঠল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স-এ জানিয়েছেন, আগে জাতীয় সঙ্গীত এবং তারপরে রাজ্যসঙ্গীত গাইতে হবে।