ট্রাফিক সার্জেন্টের রক্তাক্ত প্রাণহীন দেহ পাওয়া গেল বাসন্তী হাইওয়েতে

মৃত ট্রাফিক সার্জেন্টের নাম শশীভূষণ মিঞ্জ। তাঁর এক শিশুকন্যাও রয়েছে। তাঁদের বাড়ি উত্তরবঙ্গের হাসিমারায়। কলকাতার পার্কস্ট্রিটে তাঁরা থাকতেন।

Written by SNS Kolkata | February 8, 2022 12:37 pm

প্রতিকি ছবি (File Photo: iStock)

বাসন্তী হাইওয়েতে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল তিলজলা ট্রাফিক গার্ডের এক সার্জেন্টের। ট্রাফিক গার্ডে বাইক নিয়ে ফেরারসময় চাকা গর্তে পড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। সোমবার দুপুর ৩ টা ৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।

ওই সার্জেন্ট তিলজলা ট্রাফিক গার্ডে কর্তব্যরত ছিলেন এবং দুর্ঘটনার সময় তিনি অন ডিউটি ছিলেন বলে জানা গিয়েছে। বানতলার কাছে বাসন্তী হাইওয়ের উপরে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মৃত ট্রাফিক সার্জেন্টের নাম শশীভূষণ মিঞ্জ।

দুর্ঘটনার পর তাঁকে নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন ট্রাফিক গার্ডের একাধিক অফিসার। দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

ওই পুলিশ সার্জেন্ট যখন বাসন্তী হাইওয়ে দিয়ে ফিরছিলেন, সেই সময় রাস্তার মধ্যে একটি গর্তে তাঁর বাইক গিয়ে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এক্ষেত্রে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, ওই সার্জেন্টের শরীরের বাইরে কোথাও কোনও চোটের চিহ্ন নেই।

‘ইন্টারনাল ইনজুরি’ ছিল মৃত ট্রাফিক সার্জেন্টের। এর ফলে ট্রাফিক সার্জেন্টে মৃত্যুর কারণ ঘিরে বেশ ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কেন তাঁর বাইক গর্তে পড়ল, অসাবধানতা বশত চাকা পিছলে গিয়েছে, নাকি অন্য কোনও কারণ, সেই সব দিক নিয়েই প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হতে পারে। দুর্ঘটনায় মৃত ওই ট্রাফিক সার্জেন্টের স্ত্রী ইতিমধ্যেই হাসপাতালে এসে পৌঁছেছেন। তিনি পেশায় ব্যাঙ্ককর্মী। মৃত ট্রাফিক সার্জেন্টের এক শিশুকন্যাও রয়েছে। তাঁদের বাড়ি উত্তরবঙ্গের হাসিমারায়। কলকাতার পার্কস্ট্রিটে তাঁরা থাকতেন।