সবং বিধানসভা থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক হয়েছেন মানস ভুইঞা। ফলে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এবার সেই পদে উপনির্বাচনে তৃণমূলের তরফে প্রার্থী হচ্ছেন সুস্মিতা দেব। কিন্তু এবারও রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না বিজেপি।
সােমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের বিরােধী দলনেতা শুভেন্দু অধিকারী। সােমবার সকালে টুইট করে বিরােধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী দেবে না বিজেপি। কারণ ফলাফল আগেই নির্ধারিত হয়ে গিয়েছে। এখন আমাদের মূল লক্ষ্য ভবানীপুরের উপনির্বাচন ও বাকি দুটি আসনের ভােট।
Advertisement
অর্থাৎ বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বােঝাতে চেয়েছেন, রাজ্যসভার নির্বাচন নিয়ে মােটেও ভাবছে না বিজেপি। মানস ভুইঞার ছেড়ে যাওয়া আসনে নির্বাচন ৪ অক্টোবর। সুস্মিতা দেবের জয় যে নিশ্চিত তা বলার অপেক্ষা রাখে না।
Advertisement
Advertisement



