ভোটে হেরেও বুথ সভাপতিদের সম্মানিত করল বিজেপি

ত্রিপুরায় ইভিএমে ভোটগ্রহণ নিয়ে ব্যপক গোলমাল

নিজস্ব প্রতিনিধি- ভোটে হেরেও বুথ সভাপতিদের সম্মানিত করল হাওড়া জেলার গ্রামীণ বিজেপি সভাপতি অনুপম মল্লিক। উলুবেড়িয়া লোকসভা নির্বাচনে শাসক দলের কাছে পরাজিত হলেও বিজেপি ভোট প্রাপ্তির নিরিখে দ্বিতীয় স্থানে উঠে আসে।

মোট ১৮০৮ টি বুথের মধ্যে ৩০১টি বুথে বিজেপি ত্ররণিমূলকে পিছনে ফেলে প্রথম হয়। রবিবার এজন্য সমস্ত বুথ সভাপতিদের সম্মানিত করা হল। মূলত পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে বুথ স্তরে নেতৃত্বকে ভাঙ্গা করতেই এই উদ্দেশ্য নেওয়া হয়েছে।

প্রত্যেক বুথ সভাপতিকে দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও মোহত রায়ের তিনটি বই ও উত্তরীয় দেওয়া হয়। হাওড়া জেলা গ্রামীণ বিজেপি সভাপতি অনুপম মল্লিক বলেন, শাসকদলের হুমকি ও সন্ত্রাসকে উপেক্ষা করে বিজেপি কর্মীরা যে লড়াই করেছেন তা প্রশংসনীয়।


পঞ্চায়েত ভোটে দলীয় প্রস্তুতি নিয়েও এদিন সভায় আলোচনা হয়। প্রতিটি বুথে সংগঠনকে শক্তিশালী করতে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি জনসংযোগ বজায় রেখে দলের নীতি ও আদর্শকে মানুষের সামনে তুলে ধরতে দল থেকে কর্মীদের নির্দেশ দেওয়া হয়।