ফের এসআইআর ফর্ম-৭ জমাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কল্যাণীতে

সোমবার ফের এসআইআর ফর্ম-৭ জমাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নদিয়ার কল্যাণী প্রশাসনিক ভবনের সামনে। বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে, স্লোগান তুলে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতা, কর্মী, সমর্থকরা। তৃণমূলের বাধার মুখে পড়ে প্রশাসনিক ভবনে ঢুকতে পারলেন না বিজেপি বিধায়ক। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।
এদিন সকালে কল্যাণী প্রশাসনিক ভবনে এসআইআরের ফর্ম-৭ জমা দিতে গাড়ি করে প্রবেশ করার চেষ্টা করেন কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তখনই তৃণমূলের কর্মী,সমর্থকরা বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। ‘গো ব্যাক অম্বিকা’ স্লোগান তোলেন তৃণমূলের কর্মীরা। ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে কল্যাণী থানার পুলিশ।
প্রশাসনিক ভবনের মূল গেটের সামনে অম্বিকার গাড়ির সামনে বসে পড়েন তৃণমূলের মহিলা কর্মীরা। দেখান বিক্ষোভ,চলতে থাকে স্লোগান। প্রায় ৩ ঘণ্টা গাড়ির মধ্যেই বসে থাকেন বিজেপির বিধায়ক। তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ে বিধায়ক প্রশাসনিক ভবনে ঢুকতে পারেননি। অবশেষে ৩ ঘণ্টার পর ঘটনাস্থল পরিত্যাগ করেন অম্বিকা।
এই প্রসঙ্গে কল্যাণী পুরসভার পুর পারিষদ তথা কল্যাণী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ মুখার্জি বলেন, বিধায়ক এসআইআরের ফর্ম-৭ নিয়ে এসেছিলেন। উনি বৈধ ভোটারদের নাম বাদ দিতে চাইছেন। আমরা সেটা হতে দেব না। আমরা ওনাকে বলেছিলাম, আপনি গাড়ি থেকে নেমে ফর্ম-৭ না নিয়ে হেঁটে প্রশাসনিক ভবনে ঢুকুন। উনি গাড়িতেই বসে রইলেন। আমরা ওনাকে আটকায়নি। বিজেপি বিধায়ক অম্বিকা রায় বলেন, ফর্ম-৭ জমা দিতে এসেছিলাম। তৃণমূল আমার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। পুলিশ প্রশাসন কোনো কথা শোনেনি। তৃণমূলের হয়ে কাজ করেছে পুলিশ। নির্বাচন কমিশনকে বিষয়টি নিয়ে অভিযোগ জানাবো।