শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে স্বাস্থ্য ভবনের এক আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ, বিপুল অঙ্কের টাকা নেওয়ার পরও চাকরি না পেয়ে প্রতারণার শিকার হয়েছেন একাধিক চাকরিপ্রার্থী। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক ভুক্তভোগী। সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের করেছেন তিনি। বুধবার এই মামলার শুনানি ছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলায় রাজ্য পুলিশের তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করেছেন।
পুলিশকে মামলার কেস ডায়েরি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি, আবেদনকারী পরিবারের নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে নিম্ন আদালতকে। স্বাস্থ্য ভবনের এক আধিকারিক কীভাবে শিক্ষা দপ্তরে নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটালেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ‘চাকরি দেওয়ার নামে এই ধরনের প্রতারণা সমাজের দুর্বল শ্রেণিকে বিপন্ন করে তোলে।’ গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



