অক্সিজেন সংকট মেটাতে বাঙালি চিকিৎসকের নেতৃত্বে টাস্ক ফোর্স

দেশে মেডিকেল অক্সিজেনের জোগান ও বিতরণের বিষয় খতিয়ে দেখতে ১২ সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট।

Written by SNS Kolkata | May 9, 2021 4:46 pm

প্রতীকী ছবি (Photo: iStock)

দেশজুড়ে অক্সিজেনের হাহাকার। এমনই এক পরিস্থিতিতে দেশে মেডিকেল অক্সিজেনের জোগান ও বিতরণের বিষয় খতিয়ে দেখতে ১২ সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট। 

এই টাস্ক ফোর্সকে নেতৃত্ব দেবেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ভবতােষ বিশ্বাস। সারাদেশে অক্সিজেনের জোগান সরবরাহ, এবং জীবনদায়ী ওষুধের সরবরাহ খতিয়ে দেখবে সুপ্রিম কোর্টের টাস্ক ফোর্স। 

করােনা মােকাবিলায় ব্যবস্থা গ্রহণের জন্য এই টাস্কফোর্স পরামর্শ দেবে। শুক্রবার এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এছাড়া বিভিন্ন রাজ্যে অক্সিজেন বরাদ্দের ভিত্তিও খতিয়ে দেখবে এই টাস্ক ফোর্স। 

গুরুগ্রামে মেদান্ত হাসপাতাল ও হার্ট ইনস্টিটউটের চেয়ারপার্সন ও ম্যানেজিং ডিরেক্টর নরেশ ত্রিহান এই কমিটিতে রয়েছে। এছাড়া দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতাল, ভেলােরের ক্রিশ্চান মেডিকেল কলেজ, মুম্বইয়ের ফর্টিস হাসপাতাল, বেঙ্গালুরুর নারায়ণ হেলথ কেয়ারের চিকিৎসকরা রয়েছেন।