• facebook
  • twitter
Friday, 30 January, 2026

নন্দীগ্রামে শুভেন্দুর অফিস ভাঙচুর 

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অফিস ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য। অভিযােগ তৃণমুলের দিকে। বাইক আসবাবপত্র ভাঙচুর।

শুভেন্দু অধিকারী (File Photo: IANS)

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অফিস ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য। অভিযােগ তৃণমুলের দিকে। বাইক আসবাবপত্র ভাঙচুর। অফিস থেকে ছুটে পালিয়ে কোন রকমে বাঁচেন অফিস কর্মীরা।

গতকাল বিজেপির সভার জন্য লাগানাে ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে দেওয়ার অভিযােগ। পাল্টা তৃনমুলের অভিযােগ। শনিবার বিকেলে নন্দীগ্রাম বাজার থেকে টেঙ্গুয়া পর্যন্ত তৃনমূলের মিছিল গতকালকে নন্দীগ্রামে বিভিন্ন জায়গায় মমতার ফ্লেক্স ব্যানার ছিড়ে ফেলার প্রতিবাদ ও ১৮ জানুয়ারি নন্দীগ্রামে মমতার জনসভার সমর্থনে মিছিল।

Advertisement

সেই মিছিল চলাকালিন শুভেন্দু সহায়তা কার্যালয় থেকে মিছিলের ইট পাটকেল ছুড়তে থাকে সেই সময় খৃপ্ত জনতা ওই অফিসের দিকে তেড়ে গেলে ওই অফিসের কর্মীরা পালিয়ে যায়। নন্দীগ্রামের তৃণমূল নেতা সুফিয়ান-এর দাবি ওই ভাংচুর-এর ঘটনার সঙ্গে তৃনমূল কনাে ভাবেই জড়িত নয়।

Advertisement

Advertisement