পিএসি’র বৈঠকে কি মুখােমুখি শুভেন্দু-অধীর

শুভেন্দু অধিকারী (Photo: IANS)

এ বারই প্রথম বহরমপুরে পিএসি’র বৈঠক হচ্ছে। বৈঠকের আগে বহরমপুরের ৫ বারের সাংসদ অধীর জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি এবং উৎকৃষ্ট মানের পাট উৎপন্ন হয়।

তাই এ বারের পিএসি’র বৈঠকে তিনি জেলার পাট চাষের উন্নয়নের জন্য পদক্ষেপ করতে চান। সেই সুবাদেই জুট কপোরেশন অব ইন্ডিয়া-কেও এই বৈঠকে তলব করা হয়েছে।

কয়েদিন আগেই জুট কপোরেশনের চেয়ারম্যান পদের দায়িত্ব নিয়েছেন নন্দীগ্রামের পদত্যাগী বিধায়ক শুভেন্দু অধিকারী।


তাই পদাধিকার বলে এই বৈঠকে তাঁর যােগদানের প্রবল সম্ভাবনা রয়েছে। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তাঁর তরফে এখনও সুবজ সঙ্কেত পাওয়া যায়নি।

তবে নতুন দায়িত্ব পাওয়ার পর ওই বৈঠকে তাঁর উপস্থিতির সম্ভাবনাও আছে বলে মত বিশেষজ্ঞদের।