সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল প্রাথমিক নিয়োগ মামলার শুনানি। ২০২২ সালের নিয়োগ নিয়ে মামলা চলছে দেশের শীর্ষ আদালতে। সোমবার বিচারপতি পি শ্রী নরসিমা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে মামলার শুনানি ছিল। আদালত নির্দেশ দিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা জমা দিতে হবে। মামলার আবেদনকারীদের তিনটি শ্রেণিতে পৃথকীকরণ করার নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, দু’সপ্তাহ পর এই মামলার শুনানি হবে।
২০২২ সালে ১১ হাজার ৭৫৮ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ছিল। কিন্তু সমস্ত পদে নিয়োগ এখনও হয়নি। এখনও পর্যন্ত ৯ হাজার ৫৩৩ পদে নিয়োগ করা হয়েছে। বাকি ২ হাজার ৮০০টি শূন্যপদ রয়েছে। ওই পদে যোগ্যদের নিয়েই শুনানি ছিল সোমবার। সোমবার শুনানিতে আদালত জানতে চায়, এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া ঠিক কোন পর্যায়ে রয়েছে? তা হলফনামা দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে হবে।