• facebook
  • twitter
Saturday, 9 November, 2024

আদালত অবমাননার জের, অসম সরকারকে ‘সুপ্রিম’ নোটিশ

'সুপ্রিম' নির্দেশ না মানায় অসম সরকারকে দেওয়া হল নোটিশ

সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ অমান্য করার অভিযোগ অসম সরকারের বিরুদ্ধে। ‘সুপ্রিম’ নির্দেশ না মানায় অসম সরকারকে দেওয়া হল নোটিশ। বিজেপি পরিচালিত হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন অসম সরকারকে পাঠানো হল আদালত অবমাননার নোটিশ।

অসম রাজ্যের কামরূপ জেলার অন্তর্গত সোনাপুরে চলছিল বুলডোজার অভিযান। বেআইনি নির্মাণের বিরুদ্ধে চলছিল বুলডোজার অভিযান। অসম সরকারের বুলডোজার অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। ওখানে থাকা বাসিন্দাদের এখনই অন্যত্র সরানো যাবে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত অবমাননার নোটিশের জবাব তিন সপ্তাহের মধ্যে দিতে হবে। অসম সরকারকে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ।

যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে প্রায়ই চলে বুলডোজার অভিযান। যোগী আদিত্যনাথের থেকে অনুপ্রাণিত হয়ে সোনাপুরে বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার চালাচ্ছিল হিমন্ত বিশ্বশর্মার সরকার। বেআইনি নির্মাণগুলি আবার আদিবাসী অধ্যুষিত এলাকার মধ্যে অবস্থিত। বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে দেখে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল এলাকাবাসী। ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে ১ অক্টোবর পর্যন্ত বেআইনি নির্মাণের উপর বুলডোজার চালানো যাবে না। বুলডোজার চালানোর বিষয়ে আদালতে অসম সরকারের যুক্তি, আদিবাসীরা জোর জবরদস্তি জায়গা দখল করে বেআইনি নির্মাণ করছিল।

দেশের শীর্ষ আদালতের বারণ করা সত্ত্বেও ফের বুলডোজার অভিযান চালায় অসম সরকার। এই ঘটনায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন বুলডোজার হামলায় ক্ষতিগ্রস্ত ৪৭ জন। তাঁদের বক্তব্য, সুপ্রিম কোর্ট ১ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছিল। তারপরও বুলডোজার অভিযান চালাল হিমন্ত বিশ্বশর্মার সরকার। বিনা নোটিশে বাড়ি ভাঙা হয়।