বুধবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা থাকলেও বসল না এজলাস। আগামী বুধবার মামলাটির শুনানি হবে বলে জানানো হয়েছে। ওই দিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ মামলাটি শুনবে। আরজি করের ধর্ষণ–খুন মামলায় দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। সাজা ঘোষণার পর আগামী আগামী বুধবারই প্রথমবার এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। ওই দিন দুপুর ২টো নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ মামলাটি শুনবে।
গত শনিবার আরজি কর মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদহ আদালত। সোমবার তাঁকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসির দাবিতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। অপরদিকে রাজ্যের এই আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হবে।
Advertisement
আরজি করের ঘটনার পর স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছিলে শীর্ষ আদালত। এর আগে একাধিকবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়েছে। কিন্তু সঞ্জয়ের শাস্তি ঘোষণার পর প্রথমবার বসতে চলেছে আরজি কর মামলার এজলাস। তাই এই শুনানির দিকে নজর থাকবে রাজ্যবাসীর। গত বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে এই মামলার শুনানির কথা ছিল। কিন্তু শুনানি হয়নি। আগামী বুধবার এই সংক্রান্ত মামলা শুনবে হাইকোর্ট।
Advertisement
উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল। তাঁকে ধর্ষণ ও খুনের অভিযোগে সঞ্জয় রায় নামের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরে ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয়কেই চিহ্নিত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দোষী সাব্যস্ত হন সঞ্জয়। এই ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিল সিবিআই। কিন্তু আরজি করের ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করেননি শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। সেই কারণে মৃত্যুদণ্ড না দিয়ে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন। এই নির্দেশের পর আরজি কর মামলায় সুপ্রিম কোর্টের কী পর্যবেক্ষণ হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে দেশবাসী।
Advertisement



