পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা এলাকায় গাড়িতে হামলার ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে মামলা করতে চেয়ে বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন শুভেন্দুর আইনজীবী। বিচারপতি সেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে।
গত শনিবার চন্দ্রকোণা এলাকায় রাজ্যের বিরোধী দলনেতার গাড়িতে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে চন্দ্রকোণা রোড পুলিশ বিট হাউসে গিয়ে অবস্থান বিক্ষোভ করেন শুভেন্দু। কিন্তু তা সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ওঠে। হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা হয়নি।
এমনকী, তাঁর উপর প্রাণঘাতী হামলা চালানো হলেও নাকি খুনের চেষ্টার ধারা এফআইআরে দেওয়া হয়নি। এর পরেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু। তাঁর গাড়িতে হামলার ঘটনার পিছনে কারা জড়িত তা কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক। মঙ্গলবার এ বিষয়ে বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।
উল্লেখ্য, শনিবার পুরুলিয়ায় জনসভা ছিল বিরোধী দলনেতার। সেখান থেকে ফেরার পথে রাতে তাঁর কনভয়ে একদল দুষ্কৃতী বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয়। গাড়ির কাঁচে লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা হয়। এর জেরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। চলে স্লোগান ও পাল্টা স্লোগান। এর ফলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। তবে অনেক সময় পেরিয়ে গেলেও পুলিশ না আসায় চন্দ্রকোণা রোড পুলিশ বিট হাউসে গিয়ে অবস্থানে বসেন শুভেন্দু। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এবার এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা।