গঙ্গাসাগর মেলা নিয়ে কোনও মন্তব্য করলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুরে দাঁড়িয়ে তিনি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলেন। গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

Written by SNS Kolkata | January 8, 2022 10:52 pm

শর্তসাপেক্ষে কলকাতা হাইকোর্ট গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে। করোনাবিধি ঠিকভাবে মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য আদালত তিন সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে।

সেই কমিটিতে থাকবে রাজ্যের মুখ্য সচিব, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অথবা তার প্রতিনিধি, রাজ্যের বিরোধী দলনেতা অথবা তার প্রতিনিধি।

শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুরে দাঁড়িয়ে তিনি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলেন। গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে।

তাই কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে কোনো মন্তব্য আমি করব না। তবে করোনা বিধি ঠিক ভাবে মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য যে আদালত তিন সদস্যের কমিটি করে দিয়েছে।

সেই কমিটিতে আমাকে রাখা হয়েছে। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে আমি সেই দায়িত্ব পালন করব। এর বেশি তিনি গঙ্গাসাগর মেলা নিয়ে কোন কিছুই মন্তব্য করতে চাননি।