প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে ২ কোটি টাকা বরাদ্দ রাজ্যের

প্রতীকী চিত্র

পূর্ব মেদিনীপুর জেলার একাধিক সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষের অভাব ও জীর্ণ ভবন নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ জমেছিল। বারবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও অর্থের অভাবে বহু জায়গায় সংস্কার ও নির্মাণের কাজ এগোয়নি। অবশেষে সেই সমস্যা সমাধানে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে পরিকাঠামো উন্নয়নের জন্য প্রায় ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে জেলার ২৩টি সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য এই অর্থ বরাদ্দ করেছে রাজ্য। এর মধ্যে চারটি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শ্রেণিকক্ষ নির্মাণের অনুমোদন মিলেছে। সুতাহাটা ব্লকের খড়িবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দ হয়েছে ৩৪ লক্ষ ৭৯ হাজার টাকা।

রামনগর-১ ব্লকের বিশ্বনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দ করা হয়েছে ৩০ লক্ষ ৭০ হাজার টাকা। দেশপ্রাণ ব্লকের ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের জন্য মিলেছে ৩৬ লক্ষ ২ হাজার টাকা। একই ব্লকের উত্তর আমতলিয়া প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দ হয়েছে ২২ লক্ষ ৮ হাজার টাকা।


এছাড়া জেলার বিভিন্ন ব্লকের আরও ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবন মেরামত ও সংস্কারের জন্য কয়েক লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। জেলার মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৩,২৬৪টি। তার মধ্যে বহু বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছিল বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে।

এই পরিস্থিতিতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে একাধিক প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাবের ভিত্তিতেই প্রথম ধাপে এই বরাদ্দ করা অর্থ মঞ্জুর করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি হাবিবুর রহমান জানান, ‘জেলার অনেক প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো দীর্ঘদিন ধরেই দুর্বল অবস্থায় ছিল। সেই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার ২৩টি বিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ করেছে। ধাপে ধাপে আরও বিদ্যালয়কে এই প্রকল্পের আওতায় আনা হবে।’