পুজোর আগে সিসিআইসিতে আকর্ষণীয় ছাড়ে কেনাকাটার সুযোগ

ভারতীয় হস্তশিল্পের প্রচারের উদ্দেশ্যে পুজোর মুখে বিশেষ প্রদর্শনী শুরু হল সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর বিক্রয়কেন্দ্রে। ‘মা দুর্গা আগমন – ২০২৫’ নামের এই প্রদর্শনীটি কলকাতার সিসিআইসি এম্পোরিয়ামে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এটি খোলা থাকবে। সবচেয়ে বড় কথা এই প্রদর্শনী থেকে কেনাকাটা করলে রুপোর জিনিস বাদে হস্তশিল্প ও তাঁতের উপর ১৫ শতাংশ ছাড় মিলবে (শর্তাবলী প্রযোজ্য)।

সারা দেশ থেকে জাতীয় পুরস্কার প্রাপ্ত দক্ষ কারিগররা ভারতীয় তাঁত এবং হস্তশিল্পের সাক্ষ্য বহন করা এই সমস্ত পণ্যগুলি তৈরি করেছেন। এই প্রদর্শনী তথা বিক্রয়কেন্দ্রে এক ছাদের নীচে ভারতের সেরা হস্তশিল্পগুলি প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে সূক্ষ্ম ভাস্কর্য, পেইন্টিং, আর্টওয়ার্ক, ধাতব পাত্র, কাঠের কারুশিল্প, মৃৎশিল্প, পাথর-মার্বেল কারুশিল্প, কার্পেট, আসবাবপত্র, আসবাবপত্র, শাড়ি, রেডিমেড কাপড়, গয়না, ভেষজ পণ্য এবং আরও অনেক কিছু।

এই বিক্রয়কেন্দ্রের প্রতিটি পণ্য ভারতীয় লোককাহিনী, ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক মূল্যবোধ এবং সমৃদ্ধ ঐতিহ্যকে প্রতিফলিত করে। প্রসঙ্গত, সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বস্ত্র মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে ভারত সরকারের একটি উদ্যোগ। এটি সারা দেশের কারিগর, তাঁতি এবং শিল্পকারদের একটি বিপণন প্ল্যাটফর্ম প্রদান করে। নয়াদিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং চেন্নাইতে নামী শোরুম রয়েছে সিসিআইসির।