কলকাতা, ২২ মার্চ: দোলযাত্রা উপলক্ষে আগামী সোমবার পরিষেবার বিশেষ পরিবর্তন করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। মূলত ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিষেবার ক্ষেত্রে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। এদিন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর তিনটে থেকে। এবং রাত আটটা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। এদিন মোট ৪২টি মেট্রো চলবে। প্রতি মেট্রো পরিষেবা মিলবে ১৫ মিনিটের ব্যবধানে।
একইভাবে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটেও একই সময়ে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এই রুটেও এদিন দুপুর তিনটে থেকে মেট্রো পরিষেবা চালু হবে। এখানেও রাত আটটা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। অর্থাৎ রাত আটটায় দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে। তবে এই রুটে মেট্রো সংখ্যা এদিন কম থাকবে। সেজন্য প্রতি ৩০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ফলে সারাদিনে মোট ২২টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
Advertisement
Advertisement
Advertisement



