বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে বড় ভাঙন গেরুয়া শিবিরে। দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য কার্তিক সর্দার বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। রবিবার রাজপুর রবীন্দ্র ভবনে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত বিজয়া সম্মিলনী মঞ্চেই জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন তিনি।
দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুরের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র, ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিক প্রমুখ।
Advertisement
দলবদলকারী কার্তিক সর্দার বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই দলবদল করার সিদ্ধান্ত নিয়েছি। মানুষের স্বার্থে কাজ করে যেতে চাই।’ লাভলি মৈত্র বলেন, ‘তৃণমূল শক্তিশালী কারণ এই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের পথ দেখান তিনিই।’
Advertisement
অন্যদিকে কার্তিক সর্দারের দলবদল নিয়ে বেশি কিছু বলতে রাজি হয়নি বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবিরের বক্তব্য, উনি তৃণমূল থেকে এসেছিলেন। আদর্শে মিল হয়নি, তাই তিনি যেখান থেকে এসেছিলেন, সেখানেই ফিরে গিয়েছেন। বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত।
Advertisement



