ভূমিপুত্ৰই মুখ্যমন্ত্রী হবেন: শাহ 

কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ (File Photo: IANS)

একুশের নির্বাচনে বিজেপির মুখ কে? এই প্রশ্নটা বারবারই উঠেছে। বিশেষ করে এই নির্বাচনে রাজ্য বিজেপি নেতাদের যে তেমন গুরুত্ব নেই সেকথা হাবেভাবে বােঝা গিয়েছে। শুক্রবার এক গণমাধ্যমের সংবাদিকদের মুখােমুখি হওয়ার সময়েও একই প্রশ্ন উঠেছে। রাজ্যে এসে অমিত শাহ নিজেই বলেছেন এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জয়লাভের কথা।

সেই সূত্রে শুক্রবার অমিত শাহকে জিজ্ঞেস করা হয়, তারা ক্ষমতায় এলে কে হবে মুখ্যমন্ত্রী? এই প্রশ্নের উত্তরে অমিত শাহ কারও নাম না করলেও জানিয়ে দেন, এই রাজ্যে জন্ম এবং এখানেই পড়াশুনাে করেছেন, এমন কেউই এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী হবেন একজন ভূমিপুত্ৰই। 

সেই সঙ্গে তিনি একথাও জানিয়ে দেন, যিনিই মুখ্যমন্ত্রী হন, তাঁর পরিচয় আঞ্চলিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাংলা ও বাঙালিত্বের সীমানা ছাড়িয়ে থাকবে তার অস্তিত্ব। এই প্রসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বঙ্গসন্তান হয়েও সর্বভারতীয় নেতা হয়ে উঠেছিলেন, তার কথা স্মরণ করিয়ে দেন।