দিদি-মোদির তলায় তলায় আঁতাত:সীতারাম

মিছিলে সীতারাম ইয়েচুরি (ছবি-ফেসবুক)

দিদি-মােদির তলায় তলায় আঁতাত রয়েছে বলে দাবি করলেন সিপিএম সম্পাদক সীতারাম ইয়েচুরি।সােমবার বিকেলে দমদম কেন্দ্রের সিপিএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্যের সমর্থনে খড়দহের রবীন্দ্রভবনের সামনে এক সভায়  ঘাসফুল ও গেরুয়া শিবিরকে একযােগে বিঁধতে এমনই দাবি করলেন সীতারাম।এদিন জড়াে  হওয়া কয়েক হাজার বামকর্মী সব সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,যষ্ঠ দফার নির্বাচনেও বাংলায় হিংসার ছবি ফুটে উঠেছে যা থেকে প্রমাণিত বাংলায়  গণতন্ত্র হত্যা করছেন দিদি।আবার উনিই দেশের গণতন্ত্র বাঁচাতে বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন।এই দুটো কখনােই এক হতে পারে না।এদিন তিনি আক্ষেপের সুরে বলেন,বাংলায় প্রচার চলছে এবার রাম,পরে বাম।এটা সম্পূর্ণ ভিত্তিহীন।একমাত্র বামরাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছে।

এদিন সিপিএম সম্পাদক বলেন,স্বাধীনতার পর দেশের এই লোকসভা নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।এই নির্বাচনের ফলাফলে প্রমাণিত হবে দেশের গণতন্ত্র বাঁচবে,না বাঁচবে না।বিজেপিকে একহাত নিয়ে সীতারাম ইয়েচুরি বলেন,বিজেপি তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে ভােট চাইছে।অথচ ত্রিপুরায় বিজেপি যে কায়দায় ভােট করেছে,সেটা গােটা দেশ দেখেছে।

নরেন্দ্র মােদিকে দিদির কাঁকর মেশানাে লাড্ডু খাওয়ানাে প্রসঙ্গে তিনি বলেন,মিষ্টি খাওয়ানাে বাঙালির সংস্কৃতি।কিন্তু লুকিয়ে দিদি মােদির মিষ্টি খাওয়া বাঙালির সংস্কৃতি নয়।মােদি সরকারকে তুলােধনা করে তিনি বলেন , পাঁচ বছরে দশ কোটি বেকারের চাকুরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মােদিজি।সেই প্রতিশ্রুতি কি পূরণ হয়েছে।দেশে কৃষক আত্মহত্যা করেছেন।পাঁচ লাখ পঞ্চান্ন হাজার কোটি টাকা পুঁজিপতিদের ঋণ মকুব করেছে মোদি সরকার।


এদিনের সভায় প্রার্থী নেপালদেব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন কামারহাটি বিধায়ক মানস মুখার্জি,প্রাক্তন সাংসদ তড়িৎ তােপদার,সিপিএম নেতা পলাশ দাশ প্রমুখ।প্রসঙ্গত,এদিন প্রার্থী নেপালদেব ভট্টাচর্যের সমর্থনে খড়দহের রবীন্দ্রভবনের সামনে থেকে বিটি রােড ধরে বরানগরের প্রগতি ময়দান পর্যন্ত পদযাত্রা হওয়ার কথা ছিল।কিন্তু পুলিসের অনুমতি না মেলায় সেই পদযাত্রা বাতিল হয়ে যায়।শেষমেশ রবীন্দ্রভবনের সামনে মঞ্চ করে সভার আয়ােজন করা হয়।সূত্রের খবর,ফের এই মিছিলের আয়ােজন করা হয়েছে।আগামী ১৬ তারিখ তা হবে।