• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

মন্ত্রীর তত্ত্বাবধানে পুরুলিয়া ও বাঁকুড়ায় গতি পেল এসআইআর–এর কাজ

রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার তত্ত্বাবধানে পুরুলিয়া ও বাঁকুড়ায় গতি পেল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর–এর কাজ

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার তত্ত্বাবধানে পুরুলিয়া ও বাঁকুড়ায় গতি পেল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর–এর কাজ। মানসকে পুরুলিয়া ও বাঁকুড়ার ‘দিদির দূত’ কর্মসূচির পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত। এসআইআর–এর কাজে গতি আনতে সম্প্রতি এই দুই জেলা সফরে গিয়ে একাধিক বৈঠক করেছেন মন্ত্রী। দলীয় ও প্রশাসনিক স্তরে আলোচনা করে একাধিক নির্দেশ দিয়েছেন তিনি। নির্বাচন কমিশন যেমন এসআইআর–এর তথ্য ডিজিটাইজেশনের কাজ করছে, তেমনই তৃণমূলের বিএলএ-২’রা তথ্য ভান্ডার তৈরি করছে। দিদির দূত অ্যাপে সেই তথ্য আপডেট করা হচ্ছে। ৫ ডিসেম্বর পর্যন্ত দুই জেলায় কত শতাংশ মানুষের তথ্য দিদির দূত অ্যাপে আপলোড করা হয়েছে তা প্রকাশ্যে এসেছে। যে সব জায়গায় তথ্য আপলোডের কাজ পিছিয়ে রয়েছে সেখানে আরও দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুরুলিয়া ও বাঁকুড়ায় এসেছেন মন্ত্রী মানস ভুঁইয়া। এই দুই জেলায় কাজ তদারকি করতে এসে তিনি দেখতে পান, এসআইআর–এর কাজে বেশ কিছু গ্যাপ রয়েছে। তবে মানুষের সহযোগিতা, কর্মীদের পরিশ্রম ও নেতৃত্বের কঠিন আবেগ ও পর্যবেক্ষণের ফলে পুরুলিয়া ও বাঁকুড়ায় এসআইআর–এর কাজ ভালো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি বুথে দুটি করে মিটিং করা হয়েছে। এই মিটিংয়ে এসআইআর নিয়ে বিজেপির চক্রান্তের বিষয়ে মানুষকে জানানো হয়েছে। পাশাপাশি রাজ্য সরকার কী কী উন্নয়নমূলক কাজ করেছেন সেই সবও জানানো হয়েছে।
ব্লকভিত্তিক হিসেবে বাঁকুড়ার ইন্দপুর ব্লক থেকে সবথেকে বেশি এসআইআর সংক্রান্ত তথ্য দিদির দূত অ্যাপে আপলোড হয়েছে, ৯৯.০৩ শতাংশ। এছাড়াও বাঁকুড়া টাউন ও বাঁকুড়া ১ নম্বর ব্লকে যথাক্রমে ৯৫.০৪ ও ৯৬.৪৬ শতাংশ তথ্য আপলোড হয়েছে।  পুরুলিয়ায় ব্লক ভিত্তিক হিসাব অনুযায়ী, পুঞ্চাতে সবথেকে বেশি তথ্য ডিজিটাইজেশনের কাজ হয়েছে, ৯৯.৮২ শতাংশ। পুরুলিয়া ও রঘুনাথপুর ২ ব্লকে সব থেকে কম কাজ হয়েছে, যথাক্রমে ৯২.৯৯ শতাংশ ও ৯২.৫৬ শতাংশ।

Advertisement

Advertisement