• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

ইআরও নিয়োগ বিতর্ক এবং ছুটির জন্য বাংলায় পিছিয়ে যেতে পারে এসআইআর

নভেম্বরের আগে কোনও ভাবেই বাংলায় এসআইআর শুরু করা সম্ভব নয়

অক্টোবর মাস জুড়ে বাংলায় উৎসবের মেজাজ। ফলে সরকারি দপ্তরগুলোতে চলছে  লম্বা ছুটি। দপ্তর খুললেই ভোটার তালিকায় এসআইআর শুরু হওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন কর্তাদের একাংশের মতে, নভেম্বরের আগে কোনও ভাবেই বাংলায় এসআইআর শুরু করা সম্ভব নয়। সরকারি ছুটি এবং ইআরও নিয়োগ নিয়ে জটিলতার দরুণ এসআইআর প্রক্রিয়া শুরু হতে দেরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কমিশন সূত্রে খবর, দীপাবলি, ভাইফোঁটা, ছট এবং জগদ্ধাত্রী পুজোর জন্য আগামী ১৮ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সরকারী কর্মচারীদের টানা ছুটি চলছে। সরকারি অফিসে পুরোদমে কাজ শুরু হবে ২৯ অক্টোবর থেকে। ২০০২ এবং ২০২৫ সালের ভোটার তালিকা মেলানো বা ‘ম্যাপিং’-এর কাজ এখনও শেষ হয়নি। এই কাজ শেষ না হওয়া পর্যন্ত এসআইআর শুরু করা সম্ভব নয় বলে মনে করছে নির্বাচন কমিশন। তাছাড়া ৮০,৬০০টি বিএলও পদের মধ্যে সামান্য কিছু পদে নিয়োগ বাকি রয়েছে। নিয়োগের সঙ্গে বিএলওদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিও রয়েছে। যা এখনও করা সম্ভব হয়নি।

Advertisement

অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ে তছনছ হয়ে গেছে উত্তরবঙ্গ। ফলে সেখানে গত এক সপ্তাহ ধরে এসআইআর প্রস্তুতির কাজ  থমকে গিয়েছে। এসআইআর নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে সদ্য উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের তথ্যপ্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না, কমিশনের সচিব এস বি যোশী এবং উপসচিব অভিনব আগরওয়াল বাংলায় এসেছিলেন। দক্ষিণবঙ্গে বৈঠক করলেও উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আধিকারিক ও বিএলও-দের সঙ্গে বৈঠক করা সম্ভব হয়নি। অক্টোবরের শেষে এই বৈঠক হবে বলে খবর।

Advertisement

এছাড়া ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও নিয়োগ নিয়েও উঠেছে অভিযোগ। চলতি মাসের প্রথম সপ্তাহে ইআরও পদে মহকুমা শাসক বা সম পদমর্যাদার সরকারি আধিকারিকদের নিয়োগ নিয়ে নবান্নকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৫২টিতে জুনিয়র আধিকারিকদের ইআরও হিসেবে নিয়োগ করা হয়েছে। নিয়োগে কমিশনের গাইডলাইন মানা হয়নি। নিয়ম যাতে মানা হয় তা নিশ্চিত করতে মুখ্যসচিব ও সিইও-কে নির্দেশ দিয়েছে কমিশন। এই ১৫২টি পদে পুনর্নিয়োগ না হলে এসআইআর প্রক্রিয়া থমকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সেই সঙ্গে বিএলও নিয়েও সমস্যা তৈরি হয়েছে। জেলায় জেলায় ইআরও এবং এইআরও পদগুলি পূর্ণ হলেও প্রায় ৮০ হাজার ১৪টি বিএলও পদের সামান্য কয়েকটিতে এখনও নিয়োগ বাকি।  কমিশনের ‘১২০০ ভোটার পিছু একটি বুথ’ সংক্রান্ত সূত্র মেনে নতুন ১৩/৮৫৩টি বুথ বাড়ানোর প্রস্তাব দিল্লিতে পাঠিয়েছে সিইও দপ্তর। সেক্ষেত্রে আরও ১৩ হাজার ৮৫৩ জন বিএলও ছাড়াও বুথ অবজারভারদের নিয়োগ করতে হবে।দিল্লির অনুমতি মেনে নিয়োগপর্ব সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

১৫ অক্টোবরের মধ্যে ম্যাপিং-সহ যাবতীয় প্রস্তুতিপর্ব সেরে ফেলার নির্দেশ দিয়েছে কমিশন। তবে উৎসবের টানা ছুটির কারণে সেই কাজ কতটা হওয়া সম্ভব তা নিয়ে উঠছে প্রশ্ন। বর্তমান পরিস্থিতির জন্য অক্টোবর মাসে এসআইআর শুরু করা কঠিন বলে রাজ্যের সিইও দপ্তরের কর্তাদের একাংশের মত। বিজ্ঞপ্তি জারি হলেও বাংলায় এসআইআর শুরু হতে নভেম্বর হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

 

 

 

Advertisement