• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

শুভ্রাংশু হঠাৎ অসুস্থ, করা হল হাসপাতালে

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। শুক্রবার রাতে তাকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। শুক্রবার রাতে তাকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, লিভারের পুরনো সমস্যা নতুন করে চাগাড় দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে শুভ্রাংশুকে। প্রখ্যাত মহেশ গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট গোয়েঙ্কার তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে মুকুল রায়ের ছেলেকে। বছর দুয়েক আগেও একবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে হয়েছিল শুভ্রাংশু। সেই সময় মুকুল রায় বিজেপির নেতা। যেদিন শুভ্রাংশুর রক্তবমি হচ্ছিল, সেদিন সাংগঠনিক কর্মসূচিতে বাঁকুড়া যাচ্ছিলেন মুকুলবাবু। মাঝপথেই তিনি গাড়ি ঘুরিয়ে ফিরে আসে। প্রায় এক মাস সেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শুভ্রাংশু। ফের তাকে লিভার সমস্যা হাসপাতালে ভর্তি করতে হল।

Advertisement

Advertisement