রেজিস্ট্রেশন না হলেই স্কুলগুলির কাছে পড়ুয়া পিছু ৫ হাজার ফাইন

প্রতিনিধিত্বমূলক চিত্র

রেজিস্ট্রেশন না হলেই এবার পড়ুয়া পিছু ফাইন দিতে হবে ৫ হাজার টাকা করে। নির্ধারিত সময়ের মধ্যে যেসব স্কুল ২০২৬-এ মাধ্যমিকের রেজিস্ট্রেশন করেনি সেই স্কুলগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করল মধ্যশিক্ষা পর্ষদ। প্রতি পড়ুয়া পিছু পাঁচ হাজার টাকা করে ফাইন দিতে হবে বলে নির্দেশ পর্ষদের। তবে এই টাকা পড়ুয়াদের কাছ থেকে নিতে পারবে না স্কুলগুলি, এমনটাই নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। এখনও পর্যন্ত ৫৩টি স্কুলকে চিহ্নিত করেছে পর্ষদ। সূত্রের খবর, এই স্কুলগুলির প্রায় ১৫০ জনেরও বেশি পড়ুয়ার এক বছরের বেশি সময়সীমা পেরিয়ে গেলেও মাধ্যমিকের রেজিস্ট্রেশন করা হয়নি।

আগামী বছরের ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। কিন্তু এখনও পর্যন্ত অনেক স্কুলে রেজিস্ট্রেশন করানো হয়নি। চলতি বছরের সেপ্টেম্বরে রেজিস্ট্রেশনের কাজ শেষ করার কথা ছিল, কিন্তু তা এখনও করা হয়নি। বারবার করে স্কুলগুলিকে রেজিস্ট্রেশন করানোর সতর্কবার্তা দেওয়া হলেও তা শোনা হয়নি। এরপরেই মধ্যশিক্ষা পর্ষদ এই কড়া পদক্ষেপ নেয়। তবে পর্ষদের এই সিদ্ধান্তে সমস্যায় পড়তে হয়েছে বেশ কিছু স্কুলকে। প

র্ষদের তরফে এই নির্দেশকে ফিরিয়ে নেওয়ার আর্জি জানালেও পর্ষদ তা মানেনি বলে অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকদের।  মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এটা অত্যন্ত দুভার্গ্যজনক যে বারবার বলা সত্ত্বেও, সুযোগ দেওয়া হলেও এতগুলো স্কুল সময়ের কাজ সময়ে করতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘এরকম সমস্যা গত বছরও হয়েছিল। কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলায় যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেটাই আমরা অনুসরণ করেছি।’