বাগনান, ২২ ফেব্রুয়ারি: বাগনানে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ স্কুলেরই এক ‘গ্রুপ ডি’ কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় গাফিলতির অভিযোগে কাঠগড়ায় প্রধান শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের নাম শঙ্খ মুখোপাধ্যায়। গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে বাগনান থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, স্কুলে দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটলেও তিনি কোনও ব্যবস্থা নেন নি।
ঘটনার জেরে গতকাল বিকেল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ক্ষিপ্ত অভিভাবক ও গ্রামবাসীরা প্রধান শিক্ষককে আক্রমণ করে। তাঁকে মারধর করার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আক্রান্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। গাফিলতি ও প্রশ্রয়ের অভিযোগে পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ, বৃহস্পতিবার তাঁকে উলুবেড়িয়া হাসপাতালে তোলা হবে বলে জানা গিয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



