• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

টার্গেট এক কোটি, বিয়েবাড়িতে শমীকের হাত ধরে বিজেপিতে নববধূ

সদস্য সংগ্রহে অভিনব পন্থা নিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। একটি বিয়েবাড়িতে আমন্ত্রিত শমীক নতুন বউকে বিজেপির সদস্য বানিয়ে ফেললেন।

৬ কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন সমাপ্ত হয়েছে। গেরুয়া শিবিরের অন্দরের খবর, খুব সম্ভবত এবারের উপনির্বাচনেও খালি হাতে ফিরতে হবে বিজেপিকে। এরই মধ্যে আবার বিজেপির হাইকমান্ড থেকে সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেধে দেওয়া হয়েছে। বকলমে জানিয়ে দেওয়া হয়েছে, ২০ নভেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে অন্তত ৫০ লক্ষ সদস্য সংগ্রহ না করতে পারলে দিল্লিতে আয়োজিত মেম্বারশিপ পর্যালোচনা বৈঠকে স্থান পাবে না বঙ্গ বিজেপি। আর তাই কোমর বেঁধে সদস্য সংগ্রহ করতে নেমে পড়েছেন পদ্ম নেতারা। আর এহেন পরিস্থিতিতে সদস্য সংগ্রহে অভিনব পন্থা নিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। একটি বিয়েবাড়িতে আমন্ত্রিত শমীক নতুন বউকে বিজেপির সদস্য বানিয়ে ফেললেন।

নিজের ফেসবুক পেজেই সেই ছবি শেয়ার করেছে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। লিখেছেন, ‘যেখানেই যাবেন সেখানেই সদস্যতা, হোক না সেটা বিয়ে বাড়ির অনুষ্ঠান।’ শমীক ভট্টাচার্য বলেন, আমাদের লক্ষ্য বাংলার প্রতিটি ভোটারকে বিজেপির সদস্য করা। বিজেপির সদস্য হতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। সেরকমই একজন রাখি। নববধূর ইচ্ছেতেই তাঁকে সদস্য করা হয়েছে।

শনিবার উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বিজেপি সাংসদ শমীক। সেখানেইনববধূ রাখি রায়কে মিসড কল-এর মাধ্যমে বিজেপির সদস্যপদ গ্রহণ করান বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য। বিয়েবাড়িতে উপস্থিত অন্যান্য অতিথিদেরও বিজেপিতে যোগদানের ব্যাপারে উৎসাহিত করেন শমীক। দিন কয়েক আগে সার্দান এভিনিউ জগদ্ধাত্রী পুজো মণ্ডপেও সদস্য সংগ্রহ করেন শমীক।

২০২৬-এর বিধানসভা ভোটকে টার্গেট করে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। লক্ষ্য ছিল, নভেম্বর মাসের মধ্যে বঙ্গে ১ কোটি সদস্য সংগ্রহ করবে বিজেপি। কিন্তু তা না হওয়ায় হতাশা প্রকাশ করেছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। শীর্ষ নেতৃত্বের তরফে জানানো হয়েছে, ২০ নভেম্বর দিল্লিতে আয়োজিত পর্যালোচনা বৈঠকে বঙ্গ বিজেপিকে ৫০ লক্ষ্য সদস্য দেখাতে হবে। বঙ্গ বিজেপির অন্দরের খবর, এত কম সময়ে ৫০ লক্ষের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাও চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানো যায়।

২৭ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সল্টলেকে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করেছিলেন। এরপর থেকে রাজ্যজুড়ে সদস্য সংগ্রহ অভিযানে নেমেছেন বিজেপির নেতারা। প্রতিদিন গড়ে ১৭ থেকে ১৮ হাজার সদস্য সংগ্রহ করা হয়েছে। উত্তরবঙ্গে বিজেপি এই অভিযান বেশ সফল বলে দাবি করেছে নেতারা। এখনও পর্যন্ত মোট ১৫ লক্ষের কাছাকাছি সদস্য সংগ্রহ হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।